অনেক অপেক্ষা করেছি আর নয়
ওরা কিছুতেই আমার ডাকে সাড়া দিলনা
সেই মুহূর্তে আত্মঅহংকার চূর্ণ হয়ে গেল কি!
টিক টিক করে সময় বলছে ওরা আর আসবেনা
টেবিলের সাদা কাগজের আঁকিবুঁকিতে ছবি
কেমন যেন জটপাকানো বিশ্রি ;
গরম কাপের চা জুড়িয়ে জল হয়ে গেল
ওরা কি তবে আমায় অবহেলা করল।
একরত্তি মেয়ের কাছে বার বার হেরে যাচ্ছি,
সন্দেহ হচ্ছে মেঘের ভেলা হয়তো ভাসবেনা।
সবুজ মাঠে কাশফুল আর দুলবেনা।
এই শরতে শিউলি ফুলেরাও কি ফুটবেনা!
ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজছে অন্য শিবিরে
ওদের গানে কবিতায় স্লোগানে দ্রোহ ফুটে উঠছে।
না না না এ চক্রান্ত, সবায় ষড়যন্ত্রে মেতেছে।
বিশ্বজুড়ে চলছে ওর গুণগান আর ভালো লাগছেনা
ক্রমশ মনে হচ্ছে পরিচয়হীনার কাছে হেরে যাচ্ছি।
যত চাপা দেবার চেষ্টা করছি পারিষদ মিলে,
ততই যেন কবর থেকে উঠে আসছে ...
সেই মুখহীনার আলোময় স্মিত হাসির দেবীমুখ।
ওর হাতের সিরিঞ্জ কি ত্রিশুল হয়ে যেতে পারে!
একী স্টেথোস্কোপ সাপের মতন ফণা দুলছে কেন!
নিশ্চিত আমি অপেক্ষায় দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছি।