কখন কখন আমার মনে হয়
আমার পায়ের কাছে চঞ্চলা নদী;
নদীর জল ক্রমশ বাড়ছে
বুক ছুঁয়ে মাথার উপর দিয়ে।
নাহ কষ্ট সেখানে নেই
আছে এক অপার আনন্দ...
জলের নিচে জলপরী ডাকছে ইশারায়
অবাধ্য কিশোর মন তখন পানকৌড়ি।
তাঁর চকচকে চোখের ভাষা বুঝতে চেষ্টা করি।
কিচ্ছু না বুঝে বোকার মতন
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি।
সময় ঢেউ তুলে চলে যায় নদীর পাড়ে
তির্যক চোখে লাবন্য তুলে বলে ফেলো
"আরে পাগল অমন করে শুধু দেখবে?
ওই চাওয়ায় মোমের মতন গলে যাচ্ছি,
আমায় ছুঁয়ে দেখাবেনা কিশোর!"
সাহস করে হাত বাড়িয়ে ধরতে গিয়ে
বুঝেছি তোমায় ধরা যায়না।
কি যেন একটা অপার্থিব বিষয়
একরাশ অনুভবে একটু একটু গড়ে তোলা।
তুমি মনের মাধুরী দিয়ে গড়া প্রতিমা
ছুঁয়ে দিলেই বাজে বিসর্জনের সুর।