একটার পর একটা পর্দা সরে যায়
নতুন একটা মঞ্চ নতুন কাহিনী
নব্য নায়ক নায়িকা খলনায়ক নর্তকী
আবার শুরু নতুন দিনের কোন গল্প।
যা বলা হয়নি যা কোনদিন শেষ হবেনা।
বিন্দুর মতন সিন্ধু হয়ে এগিয়ে যাবে
কোন উপকুলে কিম্বা মরা নদীর তীরে
বা জলছবি হয়ে থাকবে সব ছায়া আর ছবি।
আলোর ইশারায় সৃষ্টি হবে মোহিনী মায়া
বুকের ভিতর দুরুদুরু কেমন কাঁপন
এই বুঝি শরীর থেকে প্রাণ খসে যাবে
ঠিক যেমন গাছ থেকে বাকল ঝরে।

কার পেয়ালায় কতটা বিষ কতটা অমৃত
ঢেলে দেবে কোন খানসামা।
কার গুপ্তচর কার কথায়
উঠে বসে পড়ে, জুড়ে দেয় মরা কান্না
আসামীর চোখে একরাশ অসহায় মরুভুমি
নির্দোষ হলেও যে কোন প্রমানপত্র নেই।
দোষ করেও যারা অনর্গল বলে আমি নির্দোষ
পারিষদ সব করে একে একে প্রমান লোপাট।
চোখের সামনে ঘটে যায় জীবন্ত কাহিনী
তবু, চক্ষু কর্ণের মানভঞ্জন হয়না অন্ধ স্রোতস্বিনী।