আজ সকালে তোমায় পেলাম না
ঘুম থেকে উঠতে করেছি দেরী
তাই বলে চলে যেতে হয়;
জানলা খুলে রোদ্দুর, সবুজ পাতায় হিম
বেগোনিয়া গোলাপি হয়ে ফুটে আছে।
ভেবেছিলাম ছাদবাগানে তুমি থাকবে।
অবহেলার উচ্ছে ফুলের হলুদ রঙে মিশে।
কিন্তু না সেখানেও তুমি নেই।
এখনতো সাদা টগর নেই ওরা পত্রহীন
মাঝে মধ্যে বাহারি জবা ফোটে বটে
ওরাও আজ অনুপস্থিত, কুঁড়ি ফুটতে দেরী।
মন আনচান রাস্তায় ছুটে বের হয়েছি
যদি তোমায় কোনমতে পেয়ে যাই।
পথের বাঁকে বাঁকে হয়তো অভিমানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খুঁটে খাচ্চ।
নয়তো বেরং হওয়া মাধবী দেখছ নিবিষ্টচিত্তে।
হঠাৎ পথের ধারে জারুল গাছে শব্দ শুনি
চমকে দেখি পাঁশুটে রঙের কোকিল রানী।
হাঁচোর পাঁচর জিজ্ঞাসায় সাথী খুঁজে বেড়ায়।
সেই গাছের নিচে আলছায়ায়
অবাক হয়ে দাঁড়িয়ে আছ উড়ছে আঁচল একী!
কবির ভাষায় বলে ফেলি
ক্ষমা কর মোরে ক্ষমা করো মোরে
এবার ঘরে ফিরে চলো সখী।