সারা পৃথিবীময় যার পরিবার ।
তবু সে কেমন একলা একা এবং একা।
বিষণ্ণ এক ধোঁয়াশা নিয়ে বসে আছো
ইরাবতীর নির্জন এক উপকুলে...
অনেকেই ডাক দিয়ে চলে গেছে অনেক দূরে
বলেছিল -আয় যাবি যদি ওপারে তবে আয়।
সাড়া দাওনি ... স্থবির মগ্ন পোড়ো বাড়ির মতন
কি এক গভীর যন্ত্রণা বুকে রেখে
আদি অনন্ত ভেবে চলেছ...
দেখছ না সবাই কেমন নিজস্ব গতিতে ছন্দ খুঁজে নিচ্ছে ।
কাল জন্মানো বাচ্ছাও মায়ের স্পর্শে কান্না থামায়।
তুমি সেই একগুঁয়ে মনোভাবের সুনামি বুকে রেখেছ
বুড়ো আঙুলে মাটি খুঁড়ে চলেছ।
হৃদয় কাননে যে তোলপাড়।।
কেউ জানেনা আর জানতেও চায়বেনা ।
শুধু তোমার প্রিয় শাড়ি জানে কেননা চোরকাঁটার মতন
কিছু সুখ শাড়ির ভাঁজে আটকে রয়ে গেছে।
বরং একটা গান শোন...
ব্যথা দিয়ে আমায় জাগিয়ে রাখো
ব্যথায় তোমায় মনে রাখি প্রিয়।
ব্যথা দিয়ে স্বপ্ন দেখতে শেখাও
সুখে নয় দুঃখের রাজ্যে নিয়ে যেও।
ওগো আমার প্রিয়।