সমরেশ তোমার কাছে যেতে চাই
দেখা করাটা যে ভীষণ জরুরী।
অনেক কথা না বলা রয়ে গেছে
ইছামতীর জল কোথা থেকে কোথায় বয়ে গেছে।
বিশ্বাস করো সমরেশ!
তোমার মুখোমুখি দাঁড়াতে চাই নিজের অধিকারে।
ভালবাসার দায়ভার আমাদের দুজনের।
এক একটা দিন যেন এক একটা গোটা বছর
এক একটা মুহূর্ত পাহাড়ের মতন ভারী।
মাটির বুকে বীজ মাথা তুলে দাঁড়াচ্ছে
একটা আনন্দ আর একটা শঙ্কা ভাবিয়ে তুলছে।
বাড়ির চেনা দারোয়ান বলল তুমি বাড়ি নেই।
কি করে বিশ্বাস করি সমরেশ!
গাড়ি বারান্দায় সদ্য কেনা গাড়ি।
এখনি হয়তো তুমি পঙ্খীরাজে দেবে বিদেশ পাড়ি।
সামনে দিয়ে চলে গেলে যেন আমি কত অচেনা
আমার দুচোখে চোখে রেখে সরিয়ে নিলে
যেন তুমি আজ কত ব্যস্ত সমরেশ।
অথচ, একদিন এই চোখে পেয়েছ তাজমহল শান্তি।
বুকের ভিতর ঝড় বয়ে গেল নিঃশব্দে।
চেনা দারোয়ানকে নির্দেশ দিলে মনে হোল।
সে বলল আজ আর ভিক্ষা মিলবেনা দিদি।