আছি তো নুড়ির মতন নদীর বালুকা চরে
জোয়ার ভাঁটায় তুমি আসো আবার ফিরে যাও
কখনো রৌদ্রতাপে পুড়ি কখনো জ্যোৎস্না রাতে
আমার হৃদয় জুড়ে শুধু পোড়া কাঠ কয়লা কার্বন
আমি যে এত পুড়ি দিন কাল মাস বছর
পুড়তে পুড়তে পুড়তে তবু রয়ে রয়ে যায়
একটা প্রেত্মাতার মতন।
হালবিহীন নৌকার যেমন কোন নিশানা নেই
দুরের পাহাড় সাক্ষী আছে
কাছের সবুজ জঙ্গল আছে
সবাই জানে আমি এখানেই আজীবন পড়ে আছি
কেউ চলে যায় পায়ে পায়ে মাড়িয়ে
কেউ কেউ সাগ্রহে তুলে নেয় ফেলে দেয়
নইতো তেমন দামী যে অলঙ্কারে মানাবে।
যদি ডেকে নাও তোমার স্পর্শ পাবো
জীবন তখন নতুন করে আবার সাজিয়ে নেবো
ভুলে যাওয়া গানের স্বরলিপি দেখে নেবো
জীবনের গান দুজনে গাইব
পারো যদি আলাপে বিস্তারে বিলম্বিতে
পাশে থেকো ঘিরে রেখো
চোখে চোখ রেখো...