কে বা কারা যেন পাঁচিলের গ্রিলে
ওদের একত্রে বেঁধে দিয়ে গেছে।
ওদের এক এক জনের এক এক রঙ
কেউ বেশ ঝলমলে পোশাকে
কেউ খাদীর তৈরি মলমলে
কে খুব সাদামাটা নিতান্তই ফিনফিনে।
একটাই বড় মিল, ওরা জনতার ভাল চায়।
ওরা খটখটে রুদ্দুরে একসাথে পুড়তে থাকে
কালবৈশাখী ঝড়ে পতপত উড়তে থাকে
বৃষ্টির ধারাপাতে মিলেমিশে ভিজতে থাকে।
কাঁচা রঙ যার সে গলে গলে অন্যকে রাঙায়।
ওরা যেন একসুত্রে বাঁধা, সমস্বরে বলতে থাকে
আমাদের দেখে শেখো কেমন মিলেমিশে আছি।
তোমরা যে কেন পারনা বুঝতে পারিনা
একা একা ভাবনা খুব স্বার্থপরের মতন।
একা একা এগিয়ে যাবো সব পেয়েছির দেশে
কারোর সাথে কারোর যেন মতে আর মেলেনা।
হাতের আঙুল পাঁচ এক করলেই মুষ্টিবদ্ধ হাত
এবার ভাঙো প্রাচীর গড়ে ফেলো একসাথে দুর্গ
আলোময় হোক দেশ উঠিয়ে আনো নতুন সূর্য।