জ্বলুক জ্বলুক পিদিম জ্বলুক স্মৃতির পাতা জুড়ে
ফুটুক ফুটুক ফুল ফুটুক হৃদয় বাগান ঘিরে
উঠুক উঠুক ঝড় উঠুক শুখনো পাতা যাক উড়ে
বাজুক বাজুক মাদল বাজুক দ্রিম ত্রাম ত্রাম সুরে।
সাজুক সাজুক নতুন করে কিশোরবেলা সাজুক
আসুক আসুক রাইকিশোরী হোকনা লাজে লাজুক
ছোট্ট পায়ের বাজলে নূপুর উলটপালট কার মুলুক
একদিন না দেখলে তাঁরে মন-খারাপের গল্প শুনুক।
দেদার ছুট উঠলে ঝড় কে'আর্ থাকে ঘরের ভিতর
কান পাতলেই জলের তলায় বৃষ্টি নূপুর সকাল দুপুর
সন্ধ্যা হলেই বকুল তলে হাজার পাখীর কিচিরমিচির
মায়ের কোলে মুখ লুকাই দুচোখ জুড়ে ঘুমের ভিড়।
সেদিনগুলো ছিল বইয়ের ভাঁজে যত্নে রাখা রূপকথা
আজ অতর্কিতে উথলে উঠে হারানো দিনের চুপকথা
কাজলকালো তাঁর দুটোচোখ বাড়ায় শুধু মনের ব্যথা
জীবন সুতোয় দুঃখ সুখেতে বুনছি কেমন নকশিকাঁথা।