এভাবেই মেয়ে এগিয়ে যায় নদীর মত
সামনে খড়কুটো যা পেল ভাসিয়ে নিয়ে গেল
আমিও ভাসলাম ছিন্ন পাতা যেমন ভাসে;
আমার কানে কানে সে বলে
তোমায় ভালবাসি তুমিও আমার সাথে চল।
চলতে চলতে পথে রাত দিন ফুরায়।
একদিন আঁধার মেঘের মত পাহাড় এল
গুরুগম্ভিরে বলল -তোমার যাওয়া হবেনা।
তোমাকে বন্দী করে রেখে দেব এই পাথর বুকে।
নদীর মতন মেয়ে বলেছিল
-বেশ যদি পারো আমায় বেঁধে রাখো।
ভালবাসায় আত্মহারা অহংকারী বলতে বাধ্য হোল
-তোমায় বেঁধে রাখি সাধ্য কি।
যাও যাও তোমার চোখে নেশা অজানার।
এই বেশ ভাল লাগা আমায় ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া।

চলে গিয়েছিল সেই নদীর মতন মেয়ে
অরন্য ওকে পথ করে দেয়
শহর নগর গ্রাম জনপদ কাছে ডাকে
থেকে যাবার ডাক উপেক্ষা করে এগিয়ে যায়।
-তোমরা সবাই আমায় চাও যেমন করে
আমিও চাই ঠিক তেমনি করে
সে যে আমার আপনজন ভীষণ মহাজন
অনেক পেয়ে আমি যে ভীষণ ধন্যা।
আমার জন্য গেঁথে রেখেছে ঝিনুকের মুক্তমালা
সাজিয়ে রেখেছে অতল অনন্ত হৃদয় রত্নাকর।
ওর কাছে গেলে আমি নিজেকে হারাব
সব জানি জেনেও ছুটে যায় দুর্বারবেগে।
সেই আমার প্রেম পরিণতি বেলা অবেলার গল্প।
তবুও তুমি তোমরাও আমার পরম প্রিয়জন।