এই বুঝি নববঁধু সাজে সে আসে
গালে তার পলাশের আভা
আলতা পায়ে আহা কি রক্তিম শোভা!
রুনুঝুনু সুরে ছন্দে ছন্দে নূপুর বাজে।
অধরে রেখেছ কি অবর্ণনীয় লাজুক হাসি
বিশ্ব বুঝি এখনি যাবে রসাতলে।
আমের মুকুলে গুঞ্জরিত মধুকর
আমি কি শেষে নিজেকেও তাই ভাবি।

বুকের গভীরে প্রতি শ্বাসে সুনামি
ঢেউ ওঠে ঢেউ মিলে যায় আবার জাগে
আমি যে নাবিক দিকভুল করা,
কেন যে তাঁকে দাও তীরের ঠিকানা।
ঝড় তুফানে যে লড়ে গেছে আজীবন
সে আজ ভয়ে ভয়ে থাকে ভ্রুভঙ্গিমাতে;
আঁখির আগুন বাণে জ্বলে পুড়ে যায়;
বোধ ত্যাজি দিব এই তুচ্ছ পরান।