নয় নয় করে একে একে নব্বই দিন
তোমার জন্য এখনো কিছু করতে পারিনি;
শরীরের ক্ষতের মতন দগদগে একটা দেশ
ধুলো বালি মাছি পড়ে বিষাক্ত পাহাড়।
উটপটাং করে জেগে উঠছে বিষের গাছ
আন্দোলিত নাগরিক দিশাহারা ঠিকানাবিহীন
সুতোর খুঁট হারিয়ে যায় বারবার অন্ধকারে
তোমার চোখের রক্ত এখনো বলছে
আমি বিচার চাই।

সবটায় যেন একটা সাদা কালোর দাবার চাল
মন্ত্রীর চালে নাকি ঘোড়ার আড়াই চালে মাত
খেলা তবু এগিয়ে চলেছে দিন হপ্তা মাস গুনে
চন্দ্র গেল ঘোর নিয়মের অবসরে
পুরনো ক্ষত যন্ত্রণায় ডাক্তার মরে
কারণে অকারনে ছত্রাকের মতন ঘিরে ধরে
জ্বলন্ত মশালটাকে। এক্কেবারে নিভিয়ে দিতে।
ষড়যন্ত্র এপারে ওপারে উপর থেকে নিচে
তবু শিরদাঁড়া উজ্জীবিত তোমার বজ্র প্রশ্নে
নারকীয় হত্যার উত্তর
খুঁজে পেতে আমরাও মরিয়া।