ছায়া দেখে দেখে ধীরে ধীরে বড় হয়েছি
রোদ ঝড় বৃষ্টি থেকে বেঁচে গেছি
একটু একটু করে অনুসরনে
নিজের ডালপালা মেলে ধরেছি
বটবৃক্ষ নাহলেও ছায়া দিতে শিখে গেছি।
কেউ কেউ বাসা বুনে বাস করতে লাগলো
হঠাৎ অশনিতে আশ্রয় খুঁজে নিতে চলে এলো
পরিণত হতে ওরা গাছের ডাল কাটে
একে একে এভাবেই সব ছায়ারা উধাও হোল
ছায়াবিহীন একলা আছি হাসি কান্নায় বৃষ্টি এলো।