অপূর্ব এক সাধের শব্দ বাড়ি
ঝড় হয় বৃষ্টি হয় মেঘ জমে
অভিমানের শিশির ঝরে ঝরে পড়ে...
কান্না ফোঁটায় ফোঁটায় মাটি ভিজে যায়
শিউলি কুড়াতে গিয়ে ঠিকানা ভুলে যাই;
নোনা সাগর বুকে নিয়ে
তাই একা একাই হাঁটি।

সোনালী ফসল ফলবে তাই জমি জরিপে মন
পাথর কুটো সরিয়ে সাধের মাটি নরম।
স্বপ্নের বীজপত্র সবে আকাশ চিনেছিল।
কাশের বনে ঝড় আমার তাশের ঘর
এক নিমেশে হয়ে গেল সব ছারখার।
আমার কি আর থাকে কিছু করবার
বিদ্রুপ করে ছেঁড়া পাল আর ভাঙা দাঁড়।

সামনে কাঁটার পথ পিছনে পোড়া শ্মশান
উড়ছে নীল ধোয়া আধপোড়া প্রেমিক হৃদয়,
কেউ নেই নিশাচর জাগা রাত্রি
কোথাও নেই কেউ এতটুকু আলো দেখাবার।
নিবিড় এক অচেনা আঁধার শোধনাগার।
আঁকড়ে পড়ে আছি ছাই স্তুপাকার
আমার সাধ্য নেই
এই সীমানা পার হয়ে যাবার ।