রাত বেড়ে যায়
কত কত কথারা ভিড় করে আসে
একে একে নানা রঙের কচুরিপানার মতন।
যেটা লাল তাঁর গায়ে রক্ত হয়তো আমার ভাইয়ের;
যেটা হলুদ সে যেন ভয়ে আতঙ্কে কুঁকড়ে আছে
যেটা গাঢ় ধূসর সে হয়তো যন্ত্রণায় বোবা
যেটা নীল সে হারিয়ে ফেলেছে পরিচয়
যেটা সবুজ সে হাত বাড়িয়েছে
আমায় একটু বাঁচতে দেবে বন্ধু...
আমি নির্ভয়ে বাঁচতে চাই
আমার এই সাধের তৈরি দেশে
সুস্থ সংস্কৃতি নিয়ে পথ চলতে চাই।
ভাই হয়ে ভাইয়ের পাশে থাকতে চাই।
ঐযে বাধার স্বার্থভরা পাহাড়
ওটা বীরদর্পে ডিঙাতে চাই।
তোমাদের কলমে আমাদের কথাগুলো
নিপুন ভাবে সাজাও ।
এই শুধু আব্দার সব আখর শিল্পী শ্রমিকের প্রতি,
আগামী পৃথিবী জানুক
আমাদের জীবনের যাতনার কথা।