বসন্ত বুঝি এসেছে কত কোকিলারা ডাক দিচ্ছে
ডালে ডালে আজ তাই রকমারি ফুল ফুটছে।
মুমূর্ষু সব মানুষেরা দেখেশুনে তাই চমকে উঠেছে
বুকের নদীতে বুঝি জোরে জোরে তুফান ছুটেছে।

চলে এসো সব ডানদিকে দেবো দিগন্ত ভরা ধান
চলে এসো বামদিকে দেবো বাটা ভরা মিঠা পান।
মুমূর্ষু সব মানুষেরা দেখে শুনে অবাক হয়ে গেছে
মনের ভিতর হাজার কথার সুনামি উঠেছে।

চলে এসো সব উত্তরে আমি রাম রাজত্ব দেবো
চলে এসো সব পশ্চিমে ভিক্ষার ঝুলি ভরে দেবো।
মুমূর্ষু সব মানুষেরা বুঝে গেছে বসন্ত এসে গেছে
না পাওয়া সব হাজার ব্যথার উত্তর খুঁজে পেয়েছে।

তাই মুমূর্ষু সব মানুষেরা চিল চিৎকারে বলছে।
অনেক শুনেছি আমরা আর কোন ভুল করবনা।
নিজ অধিকার বুঝে নিতে মিছিলটা বড় করছি
জাগছে মানুষ জাগছে যেন রক্ত পলাশ ফুটছে।