জন্মদিনে তোমায় মনে পড়ল।
কেমন আছো কোথায় আছো
আমার কথা কি এখনও ভাবো বেলা গড়ালে
সন্ধ্যে হলে পাখীরা ফেরে তুমি কি থাকো অপেক্ষায়।
নাকি অন্ধকারে পথ যেমন হারিয়ে যায়
তুমি তেমনি করে কি হারিয়ে যেতে চায়ছ?
হারিয়ে যেতে আমিও চাই
কিন্তু পারছি কোথায়?
সেও চেয়েছিল প্রাণপণে বেঁচে থাকতে
তবুও হারিয়ে গেল অসীমের সীমানায়।
অমরত্ব পেতে চেয়েছিল
বদলে কে বা কারা যেন গরল রেখেছিল।
এখন তুমিও নিজেকে ছড়িয়ে দিচ্ছ পঞ্চভূতে
একটু একটু করে পশ্চিমে ঝুঁকে পড়ছ ধীরে ধীরে
আমি কি নিয়ে বাঁচব বলতো এই পৃথিবীতে
জল বাতাস মাটি একদিন নাকি ফুরিয়ে যাবে;
এতগুলো বছর ধরে একা একা কি করে থাকি
শুধু শুধু ওই গানের স্বরলিপি নিয়ে
যে গানে একদিন বৃষ্টি হত
এখন সেখান থেকে আগুন ঝরে।
বাতাসে বারুদ গন্ধে দম আটকে আসে,
মাটিতে ছড়ানো তপ্ত লাভা পা রাখা দায়।
একটা কথা রাখবে তুমি আমাকে সাথে নিও
অমরত্ব আমার দরকার নেই।
তোমার সাথে জাহান্নামেও যেতে রাজী।
যতটুকু ভালবাসা আছে এই পোড়া হৃদয়ে
সেটাই আমার শেষ পাড়ানীর কড়ি।
নেবেতো আমায় তোমার সাথে।