হে মহামানব অন্তরে অন্তরে অনুক্ষন
করজোড়ে করো সেই তাহাঁরই তর্পণ
অবহেলা করেছ ভাবনি সে বড় আপনজন।
দেবো দেবো করে দাওনি কেন আকাশ
পাঁকে পাঁকে বেঁধে নিয়েছ আরাম আয়াস
তারপর ফেলে দিয়েছ কেড়েছ সব আবাস।

প্রকৃতিতে নারী পুরুষ উভয়ই সৃষ্টির কারিগর
তবু একজন পায় আদর একজন বড় অনাদর
কেউ পদানত কেউ হয় পাহাড় শিখর।
আজ এখনি নারীকে বুঝে নিতে দাও নিজ সম্মান
যা ওদের প্রাপ্য কোনমতেই করোনা কেউ খণ্ডন
তবেই এই পৃথিবী আনন্দময় চন্দ্র সূর্য রাত্রিদিন।