নতুন মানুষ কোথায়?
কাল কথা হল দেখা হল
হাসি গল্প হল
মনেই হলো না উনি নতুন
যেন কত দিনের চেনা...
আসলে সবুজ সাথী কিনা !
মনে মনে এত সবুজে ধারণ করেছেন।
কিছু মানুষের হাসি তার পরিচয়
আর ব্যবহার তার প্রকৃতি ;
নামেও তরুণ সবুজ মনের অধিকারী।
কিছুক্ষণের জন্য সঙ্গী হলেও
অনেকখানি অক্সিজেন পেলাম তার কাছে
উনি যে তরুণ নবীন সবুজ সাথী ।