দারুন আকুতি শুনি ছুঁয়ে ছুঁয়ে যায় মহাকাশ
কানে কানে কি বলে বলে যায় বসন্ত বাতাস।
ফুলের বাগানে ফুলে ফুলে পৌঁছে গেছে সে খবর
সে আসছে সে আসছে খুলে খুলে যায় বন্ধ দুয়ার।
গুণ গুণ গানে গুঞ্জরিত এই মাটি অরণ্য প্রান্তর
ধোঁয়া ধোঁয়া জীবনের কুয়াশা সরে সরে যায় আবার।
ঝরে ঝরে পড়া পাতায় পাতায় ধ্বনিত তাঁর বারতা
সে আসছে সে আসছে ফুরিয়ে যায় বিরহের নামতা।

এসো এসো এসো হে তুমিই সে চরমতম সত্য
ভুল বুঝে বুঝে ফুল নয় কাঁটায় করেছিলে ব্রাত্য।
প্রতিদিন লিখে লিখে রাখি তোমারি সে নাম
জানি জানি সেই সাধনায় পূর্ণ হবে মনস্কাম।
এসো এসো এসো সাথী হবে বসন্ত অভিযান
প্রানময় আলো আলো জুড়াও যত অভিমান।
গাও গাও সুরে সুরে বন্য হোক আজ এ অরণ্য
পূর্ণতায় পুণ্য মুক্তিস্নান শূন্য জীবন করো ধন্য।