রাত ফুরালেই আলো ফুটবে তোমার সাথেই দেখা হবে
পাখী ডাকলেই ফুল ফুটবে তোমার সাথেই দেখা হবে
তুমি চায়লেই গান গাইব তোমার জন্য গান গাইব
তুমি আসলেই হাসি ছুটবে মুক্তির গান গাইব।
আজ সবার সাথে মিলে মিশে শিকল ভাঙার পথে চলতে।।
মন চাই স্বপ্ন দেখতে মানুষের মতো বাঁচতে
কিছু বলতে কিছু দেখতে।
স্বপ্ন হীনতা ভালো লাগেনা ভাল লাগেনা ভালো লাগেনা।
প্রাণ চাই ছবি আঁকতে মুহূর্ত ফ্রেমে ধরতে
পথ চলতে পাশে থাকতে।
এ জীবন হোক সুন্দর চাই মুক্তি চাই মুক্তি।
আজ সবার সাথে মিলে মিশে হাসি গান গল্পে মিলতে।।