পাখীর ডানায় সোনা রোদ্দুর চকিতে ফুরিয়ে যায়
ঘড়ির শুধু টিক টিক ধ্বনি নিঃশ্বাসে বিশ্বাসে বয়।
গৃহগোধিকা টিকটিক করে সেই সুযোগে টিটকারি দেয়
হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ি নীল আকাশের শূন্যতায়।
মুক্তধারা মুক্তি খোঁজে বাঁধন সে আর মানবেনা
বুকের ভিতরে অজানা ট্রেন ষ্টেশনে সে আর থামবেনা।
বৃষ্টি বুঝি হঠাৎ এলো মাঠ ঘাট পথ ভিজে গেলো
আমি আর সে মুখোমুখি ইশারাতে কথা হয়ে গেল।
আঁধার জানে আঁধারকণার ছিল যে কত যন্ত্রণা
দিনের আলোয় মুখ ডুবিয়ে খুঁজে নিয়েছিল স্বান্তনা।