উচ্চারিত শব্দ ভার নয়,
কেমন চোখ জুড়ে বসে যেন বিকেলের রোদ্দুর
তুমি কি সদ্য সমুদ্রতট থেকে ভিজে এসেছ
জলের ফোটায় ভিজে যায় তৃষিত উঠোন
নিমেষে লবনাক্ত শরীরের ত্বক।
কুরচি ফুলের সুবাস রেখেছিলাম
তোমায় দেবো বলে
কোথায় যেন হারিয়ে ফেলেছি।
খুঁজে পেতে দেখবার ইচ্ছা জাগছেই না।
সমস্ত অনুভবে সাগর ঢেউয়ের ওঠা নামা
আমার স্মৃতির ঘরে কুলুঙ্গিতে রাখা সব কিছু
ধুয়ে মুছে সাফ করে দাও।
নাহ বারন করবার কোন কারণ নেই
সত্যি বলতে ইচ্ছাও নেই...
এ যেন ভেসে ভেসে কোন নিরুদ্দেশে যাওয়া
জলপিপিরা উড়ে উড়ে হারায় যেমন নীল নীলিমায়
আমিও কি হারিয়ে যেতে চাই
ফুরিয়ে যাচ্ছি ফুরতে দাও
দিন যেমন মিশে যায় অন্ধকারে ঘন হয়ে
কি এক সর্বনাশা নেশা পেয়ে বসেছে।
রাতের মলাটে থাকুক সুখের দিনলিপি।
কালকের কথা কাল হবে
এখন ভেবে কি হবে? কালকের ছবি;
সেইত বেলাভুমিতে মৃত ঝিনুকের খোলা।