মহামান্য
আপনার চোখ থাকতেও আপনি অন্ধ।
হঠাৎ কেন এই প্রশ্ন ?
নদীর জল বয়ে যায় হয়তো মোহানায়।
কেন বয়? তাও নিশ্চয় জানেন।
তবুও না জানার ভান করছেন।
এইযে আপনি কপাল ফাটালেন।
রক্ত ছুটল। ভুত কি ভবিষ্যৎ দেখলেন।
গভীর এক ষড়যন্ত্র বুঝে গেলেন।
আপনার ছায়া সঙ্গীরা কেউ বুঝলনা
অথছ আপনি খনার মতন সবটা বুঝে গেলেন।
আপনার নিরাপত্তা রক্ষীরা বুঝি কেউ ছিলনা।


একটা মেয়ে কর্তব্যরত অবস্থায় মারা গেল
আপনার উন্নয়নের সুরক্ষিত উঠানে।
আপনি জেনে গেলেন
কে দোষী আর কে ছিল নির্দোষ।
কাকে তিরস্কৃত করতে হবে কাকে পুরস্কার।
কোথায় ছিল ধ্বজাধারীরা?
ঘুমিয়ে পড়েছিল?
ময়নাতদন্তে অতি শীঘ্রতা না দেখালেই পারতেন।
যেখানে দোষ তাকে লুকিয়ে ফেলা
দোষী মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি।
আর এই জন্যই নিজেকে দোষী মানবেন তো!

দেশ জুড়ে যে আন্দোলন তাকে কুর্নিশ জানাই।
আপনার এই শাসনে শতছিদ্র কি করে ঢাকবেন।
বাংলা এখন ক্রমশ কঠিন থেকে কঠিনতর।
আসছে যুদ্ধকালীন পরিস্থিতি।
আপানার পারিষদ সবাই থাকবেতো সাথে।