মন নুলিয়া হলে চলাফেরা ভীষণ দায়
এই বুঝি ঢেউ ওঠে এই বুঝি ভেসে যায়।
চাওয়া না চাওয়ায় দেখা না দেখায়
নিত্য যুদ্ধ চলে মনের আঙিনায়।
এই বুঝি কেউ জিতে হাহা হাসে অট্টস্বরে
কেউ হেরে গিয়ে দীঘল চোখে পুড়ে মরে।
মনের ভিতর মন
ভীষণ রকম জ্বালাতন।
গভীর জলে সাঁতার দিয়ে করে এপার ওপার
সেই নুলিয়া চোখের জলে দিব্যি ডুবে মরে।
কেউ জানেনা কোন ইশারায়
দেয় সে ধরা মনের আয়নায়।
বুকের অন্ধকারে জোনাকি আলো নেভে জ্বলে
সারা জীবন ধরে
সে দিব্যি বসত করে।
কেউ পেয়ে যায় তল
কেউ হারায় অতলতলে;
কান্না হাসির টুকরো ছোঁয়ায়
বিশাল পাহাড় নিমেষে যায় গলে।