কিছু কিছু কথা
গীতাঞ্জলীর মতন পবিত্র আর সমান বেগবতী,
তাই অনিমেষ চেয়ে চেয়ে থাকা
বৃষ্টি আসার অধীর অপেক্ষায়।

মাটির বুকে প্রথম বৃষ্টি ফোঁটা
যেন অনেক অনেক জীবনের আশীর্বাদ।
অথচ দেখো,
আমি কিন্ত অভিশপ্তই হতে চেয়েছিলাম।
তুমিই এই অভাগাকে ছুঁয়ে ছুঁয়ে দিয়ে
পান্থপাদপ সৃষ্টি করে ফেলেছ।
আসলে, তুমিই সে মহান শিল্পী।