রবির তেজ ফুরিয়ে গিয়েছে আজ
আগুন আছে আমার যত খুশি তোরা নে।
আমি শব্দ বদলে দিয়েছি আমার মতন করে
উনি কিছু মনে করবেন না।
আর কিছুদিন পর আমিও হয়ে যাব ইতিহাস
যারা রয়ে যাবে তারা যে সবাই পাতিহাঁস।
এদেশের দেখি আমি ছাড়া গতি নাই।
এত বিজ্ঞাপনে দেশ শুন্য থেকে মহাব্যোমে ছোটে।
আমার ছোঁয়ায় ফুলের ফোটে পাখীরা গায় খাঁচায়।
শিক্ষা আর ভিক্ষায় আপামর জনতা অবনত।
অতিষ্ঠ যারা তাঁদের দেখে নেব কাল প্রভাতে...
পিছনের দিকে পিছিয়ে যাওয়া, আমার এগিয়ে যাওয়া।
এ আমার চরম আবিস্কার ঠিক এনে দেবে মহান পুরস্কার।