ছাত্রী করেছে স্কুলে চুরি
চলবেনা কোন জারিজুরি।
জেল হাজতে দাও ভরি
জীবন টা দাও নষ্ট করি।
নেতার চুরি কেউ দেখেনা
কেন টাকার পাহাড় প্রশ্ন করেনা।
জেল হাজতে তার শরীর বাঁচেনা
জামিন সহজে, প্রমাণ যে মেলেনা।
ক্ষমতায় মানুষ ধরাকে করে সরা জ্ঞান
খিদেয় যদি হয় চুরি তার দোষ সবাই ধরে।
নেতা হলে সাত খুন হয় বেমালুম মাফ
জনতা মাথামোটা সেই চোরের পূজা করে।