যাবো যাবো করে মেঘেরা এখনো ছুটি নেয়নি
এখনো শয়নে স্বপনে বুকের ভিতরে বৃষ্টি ঝরে।
যায় যায় বলে ধারাবারিরা আজো ফিরে যায়নি
টলটলে জল ভুমিপুত্র নাকাল কোন শাপের বরে।
কারা কারা এসেছিল ইনিবিনিয়ে কত কি বলে গেল
সর্ব দুঃখের জড় নাকি চৌত্রিশ আর যত রামের চর।
মেলে মেলে ধরে মিডিয়া জেলে থাকা সব মাফিয়া
ওরা সব দোষমুক্ত বরণ করলে পাবেই দেবীর বর।
আলো আলো মুখে কত শত ফিতে হয়ে যায় কাটা
চোরেরা সব মিলে করে বস্ত্রহরণ, থুড়ী বস্ত্র বিতরণ।
আহা আহা উৎসব হয়েছে শুরু সাধারনের বুক দুরুদুরু
আলোর জারিজুরিতে আহা কি কীর্তন নাকি পকেট কর্তন।