সাধুর বেশে ওরা কারা
তারায় তারায় খচিত ওদের নাম।
চুরি হয়ে যাচ্ছে ধরিত্রীর কন্যা
অথচ তুমি আমি পাশা খেলায় হেরো
কারোর কিচ্ছু করবার সাধ্য নেই।
ঠিক যেন অন্ধ ব্যসদেবের জ্যেষ্ঠ সন্তান।
প্রেম নিবেদনে নাক কেটে যায়
দেশের আইন কানুন জলের নিচে
বোমা গুলি কার্তুজে দশাননের নাম।
একে একে বেচে দিতে হবে
সততা সার্বভৌমতা কর্মক্ষমতা
শেষে যদি বিক্রি করতে হয় দেশ, হবে
সবাই ভুগছে অসুখে, চাই অযুত ক্ষমতা
শুধু পিপিলিকা সব খুঁজে বেড়ায় সমতা।
তিলক কেটে হরি নাম গাও ।
দলে দলে মহানায়কের সঙ্গ নাও