চেঁচাস কেন তোরা চেঁচাস কেন তোরা
দিব্যি আছি বেঁচে বর্তে টগবগে এক ঘোড়া।
যাহা বলি তাই মন প্রাণ দিয়ে সবাই শুনে
যদি বলি কা কা করো, কাকা বলে গুনে গুনে।
দিন কে যদি রাত বলি সবাই বলে আঁধার রাত
যদি কেউ উল্টো গায় বাদ করে দিই তৎক্ষণাৎ।
যেই বলি জল হয়েছে উঁচু চক্ষু বুঝে বলে উঁচু
দেশবিদেশে কি কদর! রথী মহারথীরা কাঁচুমাচু।

কি এক চালে গণ্ডগোল গোলমালটা সামনে এলো
পড়ে গেছি মহা ফাসাদে দেশজুরে শুধু হল্লাবোল।
আগুনে ওরা ছবি পোড়ায় দুই পায়েতে মাড়িয়ে যায়
বাগে পড়ছে চামচিকা তাই বড্ড বেশি দ্রোহ দেখায় ।
দেখিয়ে দিতে পারি লাগ ভেল্কী লাগ লাগ লাগ বলে
সাহস পাইনা, সোনার বাসরঘর ত্রাসেতে যায় গলে।