এটাই দেশের বাস্তব অর্থ
করছে সব স্বার্থ  চরিতার্থ।
বাঁচবার জন্য একটাই শর্ত
মেরুদণ্ড বিক্রি করতো।

শিক্ষার ঘরে লাল বাতি
মেলা খেলা উৎসবে মাতি
ইংরাজি পড়ে আমার নাতি
নয়তো সে খুব আতিপাতি।

ভণ্ডামিতে জুড়ি মেলা ভার
মুড়ি মুরকি মিশিয়েছি আবার
যোগ্য অযোগ্য খুঁজে কর বার
কালনেমির লঙ্কা ভাগেই সাবাড়।

দেনায় ডুবছে যাক ডুবে যাক
জনতা ভুগছে অসুখে থাক
দান খয়রাতে নামটা ছড়াক
ছাব্বিশে দেশ দখলে রাখ।

বিশ্ব জগত আমার সুনাম করে
তবু দেশের লোক দোষ ধরে
গেয়ো যোগী ভিক পায়না ঘরে
মহাবিদ্যা জানি থাকি মুখোশ পরে।