মাঝে মাঝে ভাবি মানুষের উপর আস্থা রাখা ভুল
মানব মুখোশে কিছু দানব আছে
তাঁদের জন্য খুব উপযুক্ত।
কিছু মানুষ সত্যিই খুব অসহায়
পাশে থাকা হাত ধরা খুব দরকার।
আবার ভাবি,
বিশ্বাসে আবার হয়তো গ্রহন লাগবে
মড়ক লাগবে পাকা ফসলে
তাই দূরে দূরে থাকি গড়ে ফেলি বৃত্ত।
এ যেন এক যোজন দুরত্ব।
ভুল হয়ে গেল আবার মানুষ চিনতে
মানব ভেবে দানব এনেছি ঘরে।
দানব এখন দিব্য জ্ঞানে দুনিয়া মাতায়
আমার মনে জাগিয়ে রাখে প্রহর আতঙ্ক।
দুরত্ব বাড়াতে থাকি এক আলোকবর্ষ...
অথচ সমানে অনন্ত সময় প্রশ্ন করে যায়
তুমি এর প্রতীকার চাও
তবে প্রতিবাদ করো
সেইসব মানুষের মুখোশ ছিঁড়ে ফেলতে হবে
যারা মানব মুখোশে দানব।
ওরা আলোর পথ
চিরদিন রুদ্ধ করে রাখতে পারবেনা।
মিষ্টি রোদ্দুর ছিনিয়ে আনতেই হবে সাথী।