আজ সকাল যেন একটু অন্যরকম
একটু ঘোলাটে ছায়া ছায়া মায়া
রোদ্দুর একফাঁকে দেখা দিয়ে গেছে
মেঘ বৃষ্টির প্রেমে অপ্রেমে
চিড়েচ্যাপটা হতে সে চায়না।
ফুলরেণু ঝরার মতন বৃষ্টির শুরু
রাজধানী রাজপথ ভিজেও যেন ভিজছেনা
দপ্তর যাত্রী আকাশ দেখে নেয় দ্রুত
ছাতা উঁচিয়ে ধরে মাথায়
এমন সুখ-বৃষ্টিতে সে ভিজতে চায়না।
নিমগাছের ডালে রক্তিম নব কিশলয়
ভিজে যায় তারা অসহায় অকাতরে
নতজানু যেন হয়ে বৃষ্টি মেয়ের কাছে
দেখা যায় যত তৃষিত পাদপের দল।
উদোম ভিজতে চায় তাই নিস্তব্ধ প্রার্থনা।
বরাবর মেঘের সাথে বৃষ্টির খুনসুটি
মেঘ বলে পৃথিবী আমাকেই চায়
বৃষ্টি বলে তাই নাকি ওরা আমাকে চায়;
রোদ্দুর মিটি মিটি হাসে চুপ করে থাকে।
একজন শুধু ভিজে ভিজে গোপনে
সুধা সৃষ্টির বীজ বোনে, মুখে কিছু বলেনা