শহর ছাড়িয়ে শহরতলী পেরিয়ে এগিয়ে চলেছি।
যেতে যেতে পথের ধারে নানান সবুজ সাক্ষী রেখেছি।
কখনো গুলমোহর কাগজ ফুল পার্থেনিয়াম আর বনফুল।
মাঝে মাঝে ফেরিওয়ালারা হাক দিয়ে ফেরি করে।
আধাঘুম জাগরণে গান শুনি বাউলের তানে সুরে।
কখন যেন পৌঁছে গেছি সেই মায়েদের খুব কাছে।
ভূমি মায়ের মাটির গন্ধ ছড়িয়ে আছে পথের মাঝে।
পথের মাঝে হঠাৎ দেখা আমার ধাত্রী মায়ের সাথে ।
শিউলি ফুলের মতন সহজ সরল ঝরে পড়া।
ঝিঙে ফুলের হলুদ হাসি দিয়ে মন খানা তার গড়া।
কতদিন পর খোকা এসেছে ধাত্রী মায়ের কাছে ।
ভাগ্যিস এলি দেখা পেলি কখন যে কার ডাক আসে।
মনে মনে ভাবের ঘরে উদাস মেঘে বানভাসি।
হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি মা ওরা দিব্যি হাসিখুশি ।
এরাও আমার মা জন্মভূমি মা
আমার ধাত্রী মা।