কয়েকদিনের জন্য ইচ্ছে ছিল
হবো বাঁধনহারা পাখি।
বৃষ্টিতে ভিজবো রোদ্দুর মাখবো
নীল পাহাড়ে সুখের মাখামাখি।
কি যেন সব হয়ে গেল এলোমেলো
সুখের ঘরে বিরাট বড় ফাঁকি।
রোদ্দুর বড় অসহ্য বৃষ্টি ভিজে কাশি
সুখের জন্য জীবন বাজি দেখি।
মনের ভিতর কে যেন জপে যায়
নিজের বাসায় ফিরে আয়।
দেখি মায়ার শিকল দুহাতে বাড়িয়ে
দুঃখ সুখের খুনসুটিতে মাতন দিবি আয়।