এখানে রাস্তার ধারে ধারে লাল টকটকে
কত মাদার ফুল ফুটে আছে।
ছবি তোলার ইচ্ছে ছিল
সে স্বপ্ন পূরণ হলো না।
মন ক্যামেরায় ছবি তুলে নিলাম।
এই ছবিটা হl হারাবেনা কোনদিন।
যখন খুশি দেখব
আমার যত যন্ত্রণা ভুলবো;
লাল টকটকে মাদার ফুল।