পাপ পুন্য দুঃখ আনন্দ
সবটায় হিসেব আছে শেষের দিনের জন্য।
ক্ষমতার নেশায় মানুষ যখন বন্য
ছবি আঁকা যাবেনা স্বর্গীয় অনন্য।
মনের গহীন অন্ধকারে সে হারিয়ে যায়
বিশ্বাস নেই শ্বাস রুদ্ধ অপার বিশ্বাসঘাতকতা।
সে আর কি করে পারে, শেষ চেষ্টায় হারে।
তবু সত্য যে মরেনা।
ঠিক বেঁচে থাকে শত্রুর বিষ-অন্তরে।
তাই তড়িঘড়ি যন্তর মন্তরে ঢাকতে ছায় ফুসমন্তরে
আলো নিভে যায় দেশ দুনিয়া আঁধার ভিড়ে।
মন তখন ভীষণ ভারী দুরের দেশে দেয় পাড়ি
ঘন ঘনিয়ে আসে মেঘ
অঝোর বৃষ্টিতে ভিজে যায় আমার ঘরের পরী।
ডানা ছাঁটা হাত পা ভাঙা রঙিন প্রজাপতি
বেঁচে থাকলে হয়ে যেত বুঝি রাষ্ট্রের ক্ষতি।
তাই... হয়ে গেল সমুলে উৎপাটিত।
ভুল আছে তাই ঠিক ও আছে
ভুল থেকেই নিচ্ছে মানব শিক্ষা।
দানবের দিন শেষে করে হবেই মানব মুক্তি।
ক্ষমতা দিয়ে ইতিহাস আর মুছে ফেলা যাবেনা
মৃত্যু দিয়ে ধ্বংসে নয় শেষ কথা।
সামনে কঠিন আগুন পরীক্ষা
নুব যুগ তৈরি হচ্ছে নিচ্ছে শপথ সৃষ্টিতে দীক্ষা।