এসোরে শীত বসোরে শীত
রাখব তোমায় আদর চাদরে।
বুকের ভিতর অনেক গভীর গল্প
শুনতে হলে এসো হৃদয় মাঝারে।
আসতে আসতে বসতে বসতে
শীত মাসি'টার বছর ঘুরে গেল।
সূর্য্যি মামার গোমড়া মুখে হঠাৎ
কে যেন একরাশ মেঘলা এনে দিল।
রাতদুপুরে শুনি নূপুর বাজায় কে
ওমা এযে দেখি রিমিঝিমি বৃষ্টি মাসী!
-তোদের জন্যে ভীষণ চিন্তা ছিল
তাইতো এলুম, মুখে ফিচেল হাসি।
কোমরে হাত রেখে খুকি তখন কয়
মাসী এ তোমার ভারী অন্যায় বিচার।
শীত মাসীটার সময় নিচ্ছ কেড়েকুড়ে
মাঠ জুড়ে ফসল আছে হবে যে ছারখার।
যাও বলছি যাও, এখুনি ঘরে ফিরে যাও
সামনে বড়দিন বলছি কথা খুব খাঁটি।
বছর ফুরিয়ে আবার আসবে নতুন বছর
তুমি থাকলে জানো? সব আনন্দই মাটি।