সত্যি সত্যি সেদিন ছিল মহামিলনের দিন।
আকাশের বুক থেকে
ঝরে ঝরে পড়েছিল ফুলের বৃষ্টি।
এস্রাজে সেতারে বেজেছিল আনন্দধ্বনি
ত্রিধারার কবিরা একসুরে বলেছিল
হোক হোক জীবনের জয়।
আগের দিনের রাতে উৎকণ্ঠাতে ঘুম আসেনি
নদীর পারে পারে বারে বারে
শুনছিলাম ঢেউ আসে আর ফিরে ফিরে যায়।
কাজল কালো রাত জেগে বসে থাকে
ঘুম পাড়ানি গেয়ে গেয়ে যায়
জেগে থেকোনা কাল যে তুমি আলোকময়।
সেদিন সকাল থেকে রাত্রি সময় থমকেছিল
প্রতিমুহূর্ত ইতিহাস থেকে এসে উঠে এসেছিল
নতুন করে খুলে দিল অন্ধকারের দুয়ার।
পুরানো থেকে নতুন পাতা যেন জলছবি
একে একে মালা গাঁথা হয়ে গেল
চোখে চোখে হৃদয় জুড়ে ছড়ায় হিরক দ্যুতিময়।
আমার প্রিয় কবি সমীর প্রামাণিক-এর জন্মদিন উপলক্ষে আজকের কবিতা উৎসর্গ করা হোল।