মায়ের জন্য মন কেমন করে
থাকতে বুঝিনি তেমন করে।
যেই মা গেলো সুদূর পারে
ঝাপসা দুচোখ হৃদয়ে বৃষ্টি ঝরে।
মায়ের হাসি এমনিই হয়
তৃষা খরায় হতাশায় আশা দেয়
সুখ অসুখে পাশে থাকে সদায়
যুগে যুগে মায়েরা এমনি হয়।

না খেয়ে মা সন্তানেরে খাওয়ায়
দুখ সরিয়ে মুখে হাসি ছড়ায়।
মা ঝড় বৃষ্টির কষ্টে ভিজে যায়
তবু সন্তান যেন টের না পায়।
এমনি করেই মা ফুরিয়ে যায়
দিন ফুরালে সাঁঝের তারায় তারায়।
কোন তারাতে মা লুকিয়ে থাকে
সুসন্তান তার মা'কে খুঁজে বেড়ায়।