ভালবাসাগুলো কোথায় যে পথ হারাল
আরব্য রজনীর গল্প সব শেষ হয়ে গেল।
তাহলে ফুল ফুটবে কি করে?
পাখী কি গাইবে মধুর সুরে?
হয়না'তা আঁধারের কাছে হারতে পারেনা আলো।

ভালবাসা না পেলে নদী পথ ভুলবে
নিজের ঘূর্ণিপাকে দিনরাত ধুঁকে মরবে।
নদীর দুই তীরে শুকুনের ভিড়
পাগলের প্রলাপ বকবক বিড়বিড়।
একদিন সত্যের জয় হবেই মিথ্যে সেদিন কাঁদবে।

তোমার ভালবাসা ঠিক মনে হয় মুরগি পোষা
বিন্দু দিয়ে সিন্ধু কুড়াও জবাবে হয় চরম গোসা।
জ্ঞান মান সব শিকেয় দিলে তুলে
প্রতিশ্রুতি যা ছিল দিব্যি গেলে ভুলে
এবার হালে পানি নাই মজুর চাষা পেয়েছে ভাষা।