নদীর কথা শোন ওর অনেক কথা বলার আছে
দেখছনা আকাশে বাতাসে কলতান ছড়িয়ে যাচ্ছে
অপার আনন্দ দুচোখ জুড়ে
ভালবাসায় রেখেছে মুড়ে।
সাদা পাল তুলে নাওয়ের মাঝি সারি গান গায়ছে।

এ এক আঁধার সমাজ চলছে জীবন জুড়ে
উপর থেকে নিচু সবাই বলছে একী সুরে
তাই তুমিও খুলো না মুখ
নিমেষে হারাবে নিত্য সুখ
রাত্রি দিন উল্টো বলতে হলে বলো ছন্দে সুরে।

দেশের বাড়ি পিসীর শেষ শ্রদ্ধায় গিয়েছিলাম
সবাই সেখানে অনেক বছর পড়ে মিলেছিলাম।
আহা সে কি অপার আনন্দ
নিত্য সুখ স্মৃতিচারন স্বপ্ন ছন্দ
বুকেতে ছিল শোক তবু আনন্দাশ্রুতে ভুলেগেলাম।