যেখানেই ঢেঁকি যায় ধান ভেঙে খায়
এ কেমন দেশ হায় মহাসুখে চোর রয়।
পিঠে তাঁর বাধা নাকি কুলো
দোষ যত হয়ে গেলো ধুলো।
জ্ঞানী গুণীজন শুধু চোখ বুঝে গুণগান গায়।

চোরের মায়ের বড় গলা, কত জানে ছলা কলা
দিনে দিনে মহার্ঘ দানে কালো সব করে ধলা।
চকচকে ত্বক আর তেল তেলে বেগুনি
মুচমুচে কি'যে খাসা শিল্পটা আগে দেখিনি।
কারা শুধু চেঁচায় চোখ গেল চোখ গেল এই শুধু জ্বালা।

কি যে হোল সুজন ভাই ন্যায্য বিচার কোথায় পাই
এ যে দেখি উল্টা পুরান হচ্ছে কেন নায়ের পরাজয়।
যার গেছে তাঁর সবটা গেল
আশার নদী শুকিয়ে গেল।
শিক্ষা স্বাস্থ্য ন্যায্য প্রাপ্তি অজগরের উদরপূর্তি হায়।



*** আজকের কবিতা প্রিয় কবি অজিত কুমার করের সৌজন্যে পেশ করে আমি ধন্য।