প্রেম কেউ পায় কেউ পায়না
সরোবরে ঝুঁকে যে খেজুরগাছ সেও জানে
বটের ঝুরির মাটির পানে নেমে যাওয়া
শিউলি কুড়ানো ভোরেরবেলা জানত
প্রেম কেমন করে লুকোচুরি খেলে।
ডুব সাঁতারে কোথায় গিয়ে আবার ওঠে।
এ যেন সেই পানকৌড়ি মন
ডুবে ডুবে ক্লান্ত সকাল বিকাল রাত্রি।

মাছরাঙার মতন চুপ করে ডালে বসে থাকা
ঝুপ করে মাছ ধরে আবার অপেক্ষা রাতভোর।
নকশীকাঁথার মতন শুধু বুনতে থাকো বুনতে থাকো
বুনে চলো আদিগন্ত কাল আলোকবর্ষ ধরে।

প্রেম ছিল বলে গাঙের তীরে নাও ভেড়ে
একলা চিল উড়তে উড়তে বাসায় ফেরে
ধানের বুকে একটু একটু করে মধু জমে
রক্ত পলাশকে বলি এখন থাকো ঘুমে
হেমন্ত শীত ফুরালে আবার বসন্ত আসবে...
কুচকুচে কালো কোকিলটা যেই ডাকবে
তখন তোকে ডেকে নেবো
মেতে উঠিস আসমুদ্রহিমাচল গোপন প্রেমে।