একটু একটু করে সূর্য হেলে পড়ছে
আমার ছায়া কেমন দীর্ঘ হচ্ছে
বুকের ভিতর ফেলে আসা স্মৃতির ঝুরি
শিকড় গেঁড়ে মাটিতে বসে পড়ছে
একলা নয় দলবদ্ধ বাঁচার শপথ ছিল।
চলতে চলতে দেখি পিছনের সারি হাল্কা
কে বা কারা যেন একলা একলা চলতে চায়
মাথা গোঁজার জন্য ডাল কেটে নিয়ে গেল
ঘর পোক্ত করবার জন্য মাটি কেটে নিল
ছায়া পাবে বলে পাতা সব খসাতে চায়।
একে একে যেন সবাই নির্বাসনে পাঠায়
স্থির চোখে দেখি আর ভাবি এমনি চেয়েছি
চাওয়া আর পাওয়ায় দেখি বিস্তর ফারাক
তবু ও চায় ওরা যেন সত্যিই ভাল থাকে
চড়ায় উৎরায় রোদ বৃষ্টিতে যেন কষ্ট না পায়।