অনবদ্য একটা সকাল পেলাম
এই ঘুম ভাঙা ব্রাম্ভ মুহূর্তে ;
আষ্টেপৃষ্ঠে মুক্তচিন্তা ঘিরে ধরল ;
মাধবীলতার আন্দোলিত শাখায় শাখায়
অপূর্ব সুবাস ফুলের ভারে সে অবনতা।
বুকের ভিতরে যে পাথর ছিল
এক নিমেষে বরফের মত গলে গেল;
কে যেন বলল
-এবার তুমি উড়ে যেতে পারো,
সবুজ নিমের ডালে আদুরী কোকিল
বলে উঠল
-আমার সুরে সুর মিলিয়ে নাও।
সোনা রোদ্দুর ছড়িয়ে পড়ল সারা শরীরে
অন্তরে সে ডাক পাঠাল
-রাতের চাদরটাকে সরাও দৃঢ় মুষ্টিতে।
আশে পাশের মরামাস যত আবর্জনা জঞ্জাল
সরিয়ে দিতেই হবে নতুন বছরে।
তা নাহলে ধ্বংস হয়ে যাবে এই দেশ
আমাদের নতুন প্রজন্ম প্রশ্ন করবে?
আমরা আর কোনদিন মুখ তুলে দাঁড়াতে পারবনা।
সেটাও যে মৃত্যুরই সামিল...
বেঁচে হয়তো থাকব
মরে যাওয়া মেরুদণ্ড হীন প্রাণীর মতন।
এমন জীবন কারোর কাম্য হতে পারেনা।
তুমিই ওঠো জাগো জাগিয়ে দাও মাঠ প্রান্তর
দারুন এক আদিগন্ত কলরব মিছিলে মিছিলে।
যুগের কালিমালিপ্ত বঞ্চনা মুছে দিতেই হবে।