কলম থাকে জড়ের মতন নিতান্ত সংগোপনে
যে তাকে ছুঁয়ে প্রাণ দেয় সেইতো সফল হয়।
সাত আর পাঁচের ভিড়ে হারিয়ে যায়না সে
সবাই তাকে এককথাতেই নিমেষে চিনে নেয়।
কলম চলুক কলম চলুক নিত্য দীপ্ত ভঙ্গিমায়
ডাইনে বামে সামনে পিছে নদীর মতন ধায়।

এগিয়ে চলে জাগিয়ে চলে সত্য প্রকাশ করে
মগজাস্ত্র শানিয়ে নিয়ে সমাজটাকে জাগায়।
কেউ কেউ চায় কলম থাকুক জমাট অন্ধকারে
দিগন্ত যেন ঘুমিয়ে থাকে নেশাগ্রস্ত ঘুমের ঘোরে।
দেখিয়ে দিয়েছে কলমের জেদে পূবের আকাশ ফর্সা
নিজেকে চিনতে চেনাতে আজ কলমই হোক ভরসা।