নিজের বাড়িতে ফিরে যাবার তাগিদ লাগে
বেহালায় সুর বাঁশিতে ধুন সেতারে তান
অন্দর মহলে কে যেন অনর্গল বাজায়
কে সে কবি?
সমুদ্র সৈকতে যার সাথে দেখা হয়েছিল।
শরীরের কানায় কানায় বিদ্রোহ লেগেই আছে
কখনো কানা তালা চোখে ধূসরতা
অন্তরমহলে দত্যি দানোর দাপদাপি
সে সব কবির অসহ্য
ইচ্ছা পাখীর ডানায় যদি উড়াল দিতে পারত।
ঘর যেন একটা কুরুক্ষেত্র চলে যুদ্ধের মহড়া
নিজেকে বড্ড বেশি বেমানান আটপৌরে লাগে
এখন পায়ের নিচে নেই সর্ষে, মন হতে চায় বাউল
কবির খুব ইচ্ছে
একতারায় গান ধরে আল পথ ধরে হাঁটে।
শয়নে স্বপনে জ্ঞানে অজ্ঞানে কাকে যেন খোঁজে
হয়তো খুব আপনজন নয়তো মা ডেকে ফিরছে
হয়তো বনলতা বলছে বেলা গড়িয়েছে ফিরে এসো
কবি তাঁর মুখ আঁকে মনে মনে
আর বার বার সময় শুধু মুছে দিয়ে যায়।