এমন হারিয়ে যাওয়া কবিতা আমি কখন পড়িনি
কতবার যে অভিধান খুলে খুলে দেখলাম
ঋক সাম যজু অথর্বে
ম্যাপলের রঙ্গে গন্ধের তীব্র আবেশ
আমি তুমি এই মন সেই মন
আকণ্ঠ তৃষায় মরতে মরতে বেঁচে থাকা
সব হারিয়ে তৃপ্তির ঢেকুর তোলা।

তারপর
স্মৃতির সিন্দুকে আদর জমিয়ে রাখি
যদি কখন অভাব বোধে
সুদে আসলে মিটিয়ে নেব
প্রবল পরাক্রম কুসিদের মতন।

তুমি তখন
ইডেনের বাগানে দর কষাকষির ক্রীতদাসী
আমি না হয় আয়েশের পাশবালিশে
হেলান দিয়ে অপ্সরাদের ভিড়ে।

শেষে আমি
রাত ফুরালেই ছেঁড়া কাথার দর্শনে
নিজেকে নিজেই ঘৃণ্য করি বারবার
ব্রজবুলির অশ্রুত অশ্রাব্য বাক্য বাণে জর্জরিত অষ্টপ্রহর গাই।